ইসলামী বিশ্ববিদ্যালয়

গণঅভ্যুত্থান বিরোধীদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী, হামলা-মামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচারের দাবিতে এবং পোষ্য কোটায় মেধাহীনদের ভর্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে করে তারা। এর আগে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক ও সহ-সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের আন্দোলনে প্রথম যে মূল দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু ফ্যসিবাদী সরকার যৌক্তিক দাবি মেনে না নিয়ে সারাদেশে গণহত্যা চালিয়েছে। যাদের হাতে হাজারো শহীদের রক্ত লেগে ছিল তাদেরকে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্র সমাজ। গণহত্যা যেসব শিক্ষক ছাত্রলীগের সঙ্গে সরাসরি ইন্ধন দিয়েছে তারা স্বপদে বহাল থাকে কিভাবে?

মুনজুরুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।