বেরোবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ, দুই শিক্ষকসহ বরখাস্ত ৯

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
সিন্ডিকেট সভা শেষে ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক শওকাত আলী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে জড়িতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ কথা জানান।

এদিকে আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এ ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল এবং সাময়িক বরখাস্ত করা হবে।

তিনি আরও বলেন, ৭২ জন শিক্ষার্থীর মধ্যে যারা সনদ নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে। আর যেসব শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন তাদের ছয়মাস, এক বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে।

সভায় সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান উপস্থিত ছিলেন।

ফারহান সাদিক সাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।