শাবিপ্রবিতে ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির অপসারণ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২২ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সকল অঙ্গসংগঠনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে প্রধান ফটকে যায়। পরবর্তীতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মিছিল করে প্রধান ফটকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম ও নাসিম।

jagonews24

সমাবেশে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের আপামর জনতার ওপর যে নগ্নতা দেখিয়েছে তা কখনোই ক্ষমা করা যায় না। আওয়ামী দুঃশাসনের সময় বাংলার মানুষের ওপর ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরেরা মুজিববাদ কায়েম করতে চেয়েছিল। আমরা বাংলাদেশে আর কোনো মুজিববাদ দেখতে চাই না। বর্তমান সরকারের উপদেষ্টামণ্ডলীদের কাছে আহ্বান করবো অতিদ্রুত আওয়ামী লীগ ও তার প্রেতাত্মাদের বাংলার মাটিতে নিষিদ্ধ ও স্বৈরাচারের তৈরি রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নইলে বাংলার ছাত্র সমাজ আবারো মাঠে নামতে বাধ্য হবে।’

সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, রোববার রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের দোসর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তারা এই দেশে আবারো মাথাছাড়া দিয়ে ওঠার পাঁয়তারা করছে। তাদেরকে বাংলার ছাত্রসমাজ জীবনের বিনিময়ে একবার উৎখাত করেছে। প্রয়োজনে আবারো বাংলার ছাত্রসমাজ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে।

শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, অবৈধ সরকারের তৈরি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৫ আগস্ট বলেছেন তার কাছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি এখন বলছেন তার কাছে নাকি কোনো পদত্যাগপত্র নেই। আমরা ছাত্রসমাজ অনতিবিলম্বে অবৈধ সরকারের তৈরি রাষ্ট্রপতির অপসারণ চাই।

নাঈম আহমদ শুভ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।