যৌন হয়রানি : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন শিক্ষক ফেরদৌস


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৭ মে ২০১৬

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। দুই দিনের রিমান্ড শেষে  শনিবার ঢাকা চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক শামীম আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে গত মঙ্গলবার (৩ মে) রাতে কলাবাগান থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করলে ওই রাতে কলাবাগানের বাসা থেকে শিক্ষক ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার (৪ মে) মামলার সুষ্ঠু তদন্তে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।