জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের তোপের মুখে হল প্রভোস্টের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২০ অক্টোবর ২০২৪

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট মুরশেদা বেগম।

শনিবার (১৯ অক্টোবর) রাতে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি। প্রভোস্ট মুরশেদা বেগম এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবধি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ওই হলের প্রভোস্টের কাছ থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। স্বশরীরে উপস্থিত হয়ে অন্যান্য দাবিও শুনেছি। এখনো আমরা হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৈকত ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।