রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং সদস্য হাসিবুল ইসলাম হাসিব।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে দল সেটা মেনে নেবে না। ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলছে এবং চলবে।

সম্প্রতি ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে এই ছাত্রদল নেতার ২ মিনিট ৫১ সেকেন্ডের কল রেকর্ড ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের এক নেতাকে বলতে শোনা যায়, ‘সাধারণ শিক্ষার্থী মানেই শিবির, এখন বড় শত্রু তারা। তোর নাম কেটে দিয়ে আরেকজনের নাম বসিয়ে দেবো। নিজে বাঁচলে বাপের নাম।’ এছাড়াও বিভিন্ন কথোপকথন সেখানে উঠে এসেছে।

মনির হোসেন মাহিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।