বাকৃবিতে ‘শীতকালীন সবজি চাষ প্রদর্শনী’র উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শীতকালীন সবজি চাষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে হলরুমে ‘শীতকালীন সবজিচাষ প্রদর্শনী-২০২৪’-এর উদ্বোধন করা হয়।

বাউএকের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. এনামুল হক সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. হাম্মাদুর রহমান।

বাকৃবিতে ‘শীতকালীন সবজি চাষ প্রদর্শনী’র উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া, জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়াসহ আমন্ত্রিত অতিথিরা।

কর্মশালায় ১২ জন কিষান-কিষানি অংশ নিয়েছেন। অধ্যাপক হাম্মাদুর রহমান তাদের মাঝে বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণ করেন।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।