দ্রুত পরীক্ষার রুটিন প্রকাশসহ দুই দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৪

দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে আবাসন সংকট দূরীকরণে নতুন আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, শোয়াইব আহমেদ, ফরেস্ট্রি ও এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, আবদুল্লাহ মো. সাদ ও গণিত বিভাগের শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করলেও এখানে শিক্ষার্থীদের আবাসন সংকট রয়েছে। এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন সংকট কাটাতে অবহেলা করেছে। নতুবা এতবেশি আবাসন সংকট থাকার কথা না। নতুন প্রশাসনের নিকট আমাদের উদাত্ত আহ্বান থাকবে আবাসন ব্যবস্থার দিকে নজর দিতে।

পরীক্ষার রুটিন দ্রুত প্রকাশের দাবির আলোকে শিক্ষার্থীরা বলেন, কোরবানির ঈদের পর থেকে শিক্ষক ও ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার্থীরা প্রায় পাঁচ মাসের সেশনজটে পড়ে। এখন বিশ্ববিদ্যালয় সচল হওয়ার পরও অনেক বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করেনি। প্রশাসনের নিকট আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পন্ন করতে হবে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।