শেকৃবি উপাচার্যকে দেখতে হাসপাতালে দুই উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ১১:২৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফরিদা আখতার।

শনিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৮টার পর হাসপাতালে যান আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় দুই উপদেষ্টা উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইমরুল কায়েস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেকৃবি উপাচার্য গত ১ অক্টোবর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

তাসনিম আহমেদ তানিম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।