নির্দিষ্ট সময়ের আগেই অনুষ্ঠানে এসে প্রশংসা কুড়ালেন ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নির্দিষ্ট সময়ের আগেই মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রশংসা কুড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (৩০ অক্টোবর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দৃশ্য দেখা গেছে। এরআগে এমন ঘটনা সচরাচর না দেখায় এ নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের প্রশংসা করছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত মতবিনিময় সভার পূর্বনির্ধারিত সময় ছিল দুপুর ১২টা। তবে অনুষ্ঠান শুরুর অন্তত ১০ মিনিট আগেই মিলনায়তনে হাজির হন উপাচার্য অধ্যাপক ড. নসরুল্লাহ। তখনো মিলনায়তনের মঞ্চে ব্যানার টানানো হচ্ছিল। পরে ব্যানার টানানো শেষে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠান শুরু হয়।

এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের ছাত্র তানজিমুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপাচার্য এসে বসে থাকেন এমন আগে কখনো দেখিনি। সাধারণত আমরা দেখি অনুষ্ঠান শুরুর অনেক পরে উপাচার্য আসেন। অনুষ্ঠানের সময় ১০টা থাকলে ধরেই নেওয়া হয় অন্তত সাড়ে ১০টায় শুরু হবে। আজ আমার দেখা এই ঘটনা নজিরবিহীন।’

নির্দিষ্ট সময়ের আগেই অনুষ্ঠানে এসে প্রশংসা কুড়ালেন ইবি উপাচার্য

ইমামুল হক ইফাত নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি জানি ১২টায় প্রোগ্রাম। তবে ভিসি স্যার পরে আসবেন ভেবে সাড়ে ১২টায় গিয়েছি। আমরা যাওয়ার আগেই দেখি অডিটোরিয়াম ভর্তি। পরে তিনতলায় গিয়ে একদম পেছনের লাইনে জায়গা পেয়েছি। বিষয়টি অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার উপদেশ দেন। তিনি বলেন, ‘সময় অনেক গুরুত্বপূর্ণ। সময় গেলে ফিরে আসে না। একেকজনের কাছে সময়ের গুরুত্ব একেকরকম।’

উপাচার্য আরও বলেন, ‘তোমরা অনেকে ছাত্ররাজনীতিতে অনেক সময় ব্যয় করো। তবে তোমাদের মনে রাখতে হবে যে, তোমাদের মূল পরিচয় ছাত্র। শুধু ছাত্ররাজনীতি করতে গিয়ে তোমরা সময় নষ্ট করো না। যদি সময়ের সঙ্গে জীবনকে না বাঁধো, তাহলে পিছিয়ে যাবে। তাই সময়কে গুরুত্ব দাও।’

মুনজুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।