চবির দুই হলে মিললো অসংখ্য মদের বোতল, ৩০ রামদা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালিয়ে অসংখ্য মদের বোতল ও রামদা উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আব্দুর রব ও শাহজালাল হলে এ তল্লাশি চালানো হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তল্লাশি শুরু হয়। শহীদ আব্দুর রব হল থেকে ১৭টি ও শাহজালাল হল থেকে ১৩টি রামদা উদ্ধার করা হয়। পাশাপাশি পাওয়া যায় রড, হেলমেট, স্টাম্প, জিআই পাইপ, মদের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জাগো নিউজকে বলেন, ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য হলগুলো শিক্ষার্থীদের থাকার উপযোগী করার কাজ চলছে।
আহমেদ জুনাইদ/এসআর/এমএস