উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হয়েছে। এরআগে কৃষি কলেজ হিসেবে ছিল। সে ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় ও বেশ পুরোনো এবং আমাদের শিক্ষকরা সিনিয়র হয়েছেন। অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসর ও রয়েছেন অনেকে। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে। কিন্তু তাদের কাছে আমরা আমাদের সমস্যা দাবি দাওয়া গুলো তুলে ধরার সুযোগ পেতাম না।

উপস্থিত কর্মকর্তা- কর্মচারীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করছে। দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছেন। তাই আমরা মনে করি আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।