শুভেচ্ছায় ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট: ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কর্মস্থলে যোগদানের পরে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাগো নিউজের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোনো ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট।

এর আগে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্যাম্পাসের দিকে রওয়ানা হবেন তিনি।

এদিকে উপাচার্য নিয়োগের পর ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করেন তারা।

মুনজুরুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।