জাবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন নিয়োগ হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নুহূ আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অনুষদের ডিন নিয়োগ করা হলো। এসময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধাদি ভোগ করবেন।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।