ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ জানানো হয়েছে।

বিভাগগুলোতে আগের সভাপতির মেয়াদ শেষ হওয়ায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

নতুন সভাপতিরা হলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

নতুন দায়িত্ব পেয়ে ল’ অ্যান্ড ল্যান্ড বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, চিঠি হাতে পেয়েছি। নতুন দায়িত্বে সেশনজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। সকলের সমন্বিত প্রচেষ্টায় ক্লাস-পরীক্ষা দ্রুত শুরু করে বিভাগের সার্বিক উন্নতিতে কাজ করে যাবো।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, যোগ্যতার সবটুকু দিয়ে বিভাগের জন্য কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণ চিন্তাই হবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কাজে বিভাগের সবার সহযোগিতা প্রত্যাশী।

মুনজুরুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।