বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ গেলো শেকৃবি শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পল্লব কুন্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পল্লব কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. তাইজুল ইসলাম তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল তিনটায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যান শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর দেখতে না পেয়ে পল্লবকে খোঁজাখুঁজি শুরু করেন বন্ধুরা। একপর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাসনিম আহমেদ তানিম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।