নোবিপ্রবিতে সব রাজনীতি নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি, দলাদলি ও রাজনৈতিক প্রচার নিষিদ্ধের আদেশ জারি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৯ আগস্ট রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রকম দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলসমূহের সহযোগী, অঙ্গ, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ ও সবরকম দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোবিপ্রবি আইন ২০০১-এর ধারা ৪৭ (৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারীর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হাওয়া বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করার কোনো সুযোগ নেই।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫তম আলোচ্যসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অথবা সবরকম দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শৃঙ্খলাভঙ্গের শাস্তির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং এ সিদ্ধান্ত লঙ্ঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মোহাম্মদ ইসমাইল জাগো নিউজকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের বিষয়টি অফিস আদেশ হিসেবে নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।