শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) উপ-রেজিট্রার ইউনুস আলী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজলুর রাহমানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা পাবেন।

নতুন দায়িত্বের বিষয়ে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের নিয়ে কাজ করতে চাই। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবিপ্রবির ৮৩ জন প্রশাসনিক ব্যক্তি পদত্যাগ করেছেন।

নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।