পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪
অধ্যাপক ড. তারিকুল হাসান

পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান। পদত্যাগ করতে তাকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।

তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান।

এ বিষয়ে জানতে চেয়ে সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। তবে তিনি পদত্যাগ করেছেন শুনেছি।

শিক্ষার্থীরা জানান, ক্লাস চালুর বিষয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে। এজন্য আজ বেলা ১১টার মধ্যে তাকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেয় রাবির সমন্বয়ক পরিষদ। সকাল ১০টার দিকে পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।