বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের বৃত্তির টাকা যাচ্ছে বানভাসিদের সহায়তায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২৪

বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা এক মাসের স্টাইপেন্ডের (বৃত্তির) টাকা প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মাসের বৃত্তির ছয় লাখ ৪০ হাজার টাকা আদায় সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে গণত্রাণ বাবদ আদায় হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭৩৭ টাকা। গণত্রাণ এবং শিক্ষার্থীদের বৃত্তির ১০ লাখ ৯ হাজার ৭৩৭ টাকা আদায় হয়েছে।

শিক্ষার্থীদের বৃত্তির টাকা যাচ্ছে বানভাসিদের সহায়তায়

বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল জলিল বলেন, মূলত অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের বৃত্তির অর্থ প্রদান করেছে। আমরা ৬ লাখ ৪০ হাজার টাকা শিক্ষার্থীদের বৃত্তি বাবদ আদায় করেছি। এ অর্থ দিয়ে চাহিদা মোতাবেক সহায়তা পাঠাবো। ত্রাণ নিয়ে বাকৃবির প্রতিনিধি দল ফেনী, নোয়াখালী এবং চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা দিবে। আমার মতে শিক্ষার্থীদের এক মাসের বৃত্তির অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ত্রাণ সহায়তা কার্যক্রমে।

বাকৃবির আরেক শিক্ষার্থী আজমল হোসেন বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাংলাদেশের দক্ষিণ -পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। এ অবস্থায় আমার সামান্য শ্রম যদি একটি পরিবারের জন্য কিছু সময়ের স্বস্তির কারণ হয় তাহলে সেটাই অনেক বড় পাওনা।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।