বাকৃবির আইকিউএসির প্রথম নারী পরিচালক মাছুমা হাবিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২ টায় আইকিউএসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। এসময় পরিচালক হিসেবে অধ্যাপক ড. মাছুমা হাবিব দায়িত্ব গ্রহণ করেন।
পাশাপাশি অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।
এসময় অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, আমার ওপর যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তা সবার সহযোগিতা পেলেই আমি সঠিকভাবে পালন করতে পারবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো। বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে আইকিউএসি সর্বোচ্চ চেষ্টা করবে।
ড. মাছুমা হাবিব গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি এবং মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন।
এদিকে অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ জাপানের হোকাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। আর অধ্যাপক ড. মো শাহেদ রেজা জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস