বাকৃবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দীন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২১ আগস্ট ২০২৪
ড. মো. হেলাল উদ্দীন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সংস্থাপন শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়। তিনি পদত্যাগ করা রেজিস্ট্রার মো. অলিউল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

কৃষিবিদ হেলাল উদ্দীন ১৯৬৮ সালে ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৯১ সালে স্নাতক এবং কৃষিতত্ত্ব বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হেলাল উদ্দীন। পরবর্তী সময়ে পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯০-৯১ সময়কালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) বার্ষিকী সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

ড. হেলাল সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন ২০০৩ সালে। এরপর পর্যায়ক্রমে ডেপুটি রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কেন্দ্রীয় কমিটির সদস্য।

আসিফ ইকবাল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।