ঢাবির আইন অনুষদের ডিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৯ আগস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের পর এবার আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রহমতুল্লাহর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঢাবির আইন অনুষদের ডিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

এ সময় শিক্ষার্থীরা ‘দালালের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘দফা এক দাবি এক—দালালের পদত্যাগ’, ‘রহমতুল্লাহর ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’— ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আইন অনুষদের ডিন স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম সহযোগী। শেখ হাসিনার মতোই তিনিও ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করেন। আমরা গণহত্যার দোষর এমন দালাল শিক্ষক চাই না। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে।

এমএইচএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।