যৌন হয়রানি : শিক্ষকের অপসারণ দাবিতে আহসান উল্লায় বিক্ষোভ


প্রকাশিত: ০৭:০১ এএম, ৩০ এপ্রিল ২০১৬

রাজধানীর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে সকাল ১১টা থেকে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রিক বিভাগের শিক্ষক মাহফুজুল রশিদ এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন এমন অভিযোগে বিক্ষোভ করছে শিক্ষার্থীদের।

তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমি নিজেও স্পটে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।