রাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হবে: সমন্বয়করা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১১ আগস্ট ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্ররাজনীতি বন্ধ করে রাকসু সচল করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা জানান তারা।

রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সমন্বয়করা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই রাকসু সচল হবে। ক্যাম্পাসে কোনো ছাত্রসংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেই এই সুযোগে যেন কোনো ছাত্রসংগঠন হলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং শিক্ষার্থীরা নিরাপদে হলে অবস্থান করতে পারে, সেজন্য আমরা হল প্রশাসনে সঙ্গে আলোচনায় বসি। হল প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে ৭টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সিদ্ধান্তগুলো তুলে ধরেন। সেগুলো হলো:

এখন থেকে শুধুমাত্র বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন, ইতোপূর্বে যেসব শিক্ষার্থী আবাসিকতা ছাড়াই হলে অবস্থান করছিলেন, তাদের হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হলো, হলে কোনো ধরনের রাজনৈতিক ব্লক থাকবে না, পরবর্তী সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক ব্লকের কেউ প্রবেশ করতে পারবেন না, চিহ্নিত কক্ষগুলো সিলগালা করা থাকবে, হলে আবাসনের নিয়ম ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ যে কোনো রাজনৈতিক পরিচয়ে হলে আবাসন কিংবা কোনো ধরনের বাড়তি সুযোগ-সুবিধা ভোগ করা যাবে না, হলের কক্ষে বা করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ কোনো ধরনের ক্ষমতার পরিচয় প্রকাশ করে এমন কোনো লেখা, ব্যানার, ফেস্টুন, লিফলেট ইত্যাদি প্রদর্শন করা যাবে না, হলে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, হলের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং, শো-ডাউন করা যাবে না।

মনির হোসেন মাহিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।