খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৭ আগস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় খুলনা বিশ্ববিদ্যালয়। অবশেষ আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে হলগুলো। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলমগীর হান্নান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।