অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে: ইউট্যাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৬ আগস্ট ২০২৪

অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি জামায়াতপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এই দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, ছাত্র-জনতার বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপে জাতিকে অন্ধকারে রেখেই সোমবার (৫ আগস্ট) দুপুরে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে সন্তুষ্টি প্রকাশ করে ছাত্র-জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে অতিদ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই।

তারা আরও বলেন, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনে শত শত মানুষের রক্তের সিঁড়ি বেয়ে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এটি জনগণের বিজয়। এখন আমাদের আহ্বান থাকবে- অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার আগে সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতৃদ্বয় ছাত্র-জনতাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সবাই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন। যার যার স্থানে থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশপ্রেমিক জনতার নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেবেন না। সবাই উদ্ভূত পরিস্থিতি ধৈর্য্যরে সঙ্গে মোকাবিলা করবেন।

এমএইচএ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।