মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৪ আগস্ট ২০২৪
প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেলে তারা বিক্ষোভ করেন। এছাড়া শিক্ষার্থীরা হলগুলো খুলে দেওয়ার দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রধান ফটক তালাবদ্ধ ছিল। পরে শিক্ষার্থীরা ফটকের সামনেই বিভিন্ন শ্লোগান দেন। এরপর শিক্ষার্থীরা ফটকের সামনেই বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে ক্যাম্পাসে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে এ দাবিতে তারা প্রক্টরকে স্মারকলিপি দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণের শিকার হচ্ছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এ জন্য তারা তাদের নিরাপদস্থল বিশ্ববিদ্যালয়ের হলে ফিরতে চান। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের হল খুলের দেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে ফোনে কোনো মন্তব্য করতে পারবো না।

আরিফ উর রহমান টগর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।