নীলক্ষেতে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৭ জুলাই ২০২৪
ঢাবি ক্যাম্পাসে ফিরে আসতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়/ ছবি- মাহবুব আলম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বেশিরভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছেন। ক্যাম্পাস এলাকা ছেড়ে তারা নীলক্ষেতের দিকে গেলে পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। পরে আবার ক্যাম্পাসে ফিরে আসতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এসময় শিক্ষার্থীরা অন্যত্র সরে যান।

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৬টার পর শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। পরে তারা নীলক্ষেত ছেড়ে যান।

নীলক্ষেতে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টা ৪৩ মিনিটের পর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নীলক্ষেতে অবস্থান করছিলেন। পরে কয়েকশ পুলিশ সদস্য শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে অন্যত্র সরে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে এখন বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে পুলিশ সদস্যসহ একটি জলকামান রাখা হয়েছে।

নীলক্ষেতে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন শিক্ষার্থীকে ব্যাগ হাতে হল ছাড়তে দেখা যায়।

টিটি/কেএসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।