ঢাবির ভিসি চত্বরে ৬ কফিন রেখে গায়েবানা জানাজা
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার পর ভিসি চত্বরে জাতীয় পতাকায় মোড়ানো ছয়টি কফিন রেখে পূর্বঘোষিত এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এ আন্দোলন তারা বৃথা যেতে দেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।
এদিন, গায়েবানা জানাজা ঘিরে দুপুর দেড়টা থেকে আন্দোলনকারীরা ভিসি চত্বরে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ভিসি চত্বরে ছয়টি কফিন নিয়ে আসা হয়।
- আরও পড়ুন
- দিনভর সংঘর্ষে প্রাণ গেলো ৬ জনের
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
এসময় ভিসির বাস ভবনের সামনে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগোতে চাইলে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে গতকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সংঘর্ষে ছয়জনের প্রাণহানি হয়। তাদের উদ্দেশেই আজ ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাজা করেন আন্দোলনকারীরা।
আরএএস/এমকেআর/জিকেএস