জাফর ইকবালকে শাবিপ্রবিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা আন্দোলনকারীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৭ জুলাই ২০২৪
ড. মুহম্মদ জাফর ইকবাল/ছবি সংগৃহীত

কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ ঘোষণা দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমাদের আন্দোলনে যারাই বিরোধিতা করবে তাদের এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। জাফর ইকবাল শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আন্দোলনের বিরোধিতা করেছেন। তাই আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

নাঈম আহমদ শুভ/এসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।