কোটা আন্দোলন

সংঘর্ষে নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৭ জুলাই ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত ছয়জনের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) বেশ সহিংস রূপ নেয়। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। এরমধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন নিহত হন। আহত হয়েছেন আন্দোলনকারী কয়েকশ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।