হল খালি করার সিদ্ধান্তে উদ্বেগ শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৭ জুলাই ২০২৪
ঢাবির বিভিন্ন হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষক এ উদ্বেগ জানান।

শিক্ষকরা ভিসির সাক্ষাৎ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যদের সঙ্গে দেখা করে এ উদ্বেগ জানিয়েছেন।

আরও পড়ুন

ভিসির বাসভবন থেকে বেরিয়ে ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিয়ারা নাসরীন বলেন, আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের জানানো হলো, স্যার নেই। তখন আমরা প্রক্টরসহ অন্যদের সঙ্গে কথা বলেছি। হল বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।

তিনি বলেন, আমরা বলেছি, শিক্ষার্থীদের সঙ্গে জোর করা যাবে না, তারা থাকতে চাইলে ফ্যাসিলিটি বন্ধ করা যাবে না।

এদিকে, দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন 

এ নির্দেশনার পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাল্টা নোটিশ দিয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে এ নোটিশ দেন তারা। এসময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে আন্দোলকারীদের বিক্ষোভ করতে দেখা যায়।

টিটি/এমকেআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।