কুমিল্লা বিশ্ববিদ্যালয়
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, ক্যাম্পাসে বিক্ষোভ
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৭ জুলাই ২০২৪
অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে শেখ হাসিনা হলের সামনে থেকে এ বিক্ষোভ শুরু করে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বাসবভনের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘হল কারো বাপের না, হল আমরা ছাড়ছি না,’ স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীর বলেন, আমাদের শোকের মধ্যে প্রশাসন আজ দুপুরে হঠাৎ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ওপর অন্যায় আদেশ চাপিয়ে দিচ্ছে প্রশাসন। এটি কোনোভাবেই মেনে নেবো না। এক কথায় বললে আমরা হল ছাড়বো না।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় সারাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম