হল না ছাড়তে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৭ জুলাই ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে এ ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হল না ছাড়তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক নোটিশে শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।
মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো।
এদিকে হল না ছাড়তে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পাশাপাশি বিকেলে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
শাওন খান/জেডএইচ/জেআইএম