ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৭ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে বুধবার দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়/জাগো নিউজ

চলমান কোটা ইস্যু নিয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের গত দুই দিনের সংঘর্ষ শেষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আজ ঢাবির দুটি হলের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে স্যার এ এফ রহমান হলের সামনে দুটি এবং সূর্যসেন হলের সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, হল দুটির সামনে বাইকে আগুন জ্বলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি প্রবেশ গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে মোটারসাইকেলে আগুন দেয় কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা।

চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।

এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/এমআরএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।