ঢাবি ক্যাম্পাসের সব প্রবেশ পথে ব্যারিকেড, থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৭ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী/জাগো নিউজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী মিলে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।

ঢাবি ক্যাম্পাসের সব প্রবেশে পথে ব্যারিকেড, থমথমে পরিস্থিতি

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাস এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম। টিএসসি মেট্রোরেল থেকে যে কয়েজন যাত্রী নামছেন তারা আতঙ্কে রিকশা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এছাড়াও ক্যাম্পাস এলাকায় অল্প কয়েকজন শিক্ষার্থী দেখা গেলেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ।

অন্যদিকে ভিসি ভবন চত্বরে বিজিবি পুলিশ অবস্থান করছেন। সেখানে শিক্ষার্থীরাও রয়েছেন।

জানা গেছে, আজ বেলা ২টায় শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন।

আরএএস/জেএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।