মরিচ গুঁড়ার পানি হাতে আন্দোলনে ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৬ জুলাই ২০২৪
আত্মরক্ষার্থে হাতে মরিচ গুঁড়ার পানি নিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছেন কয়েকজন ছাত্রী।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর হাতে মরিচ গুঁড়ার পানি দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, সোমবার মোচড় দিয়ে হাত ভেঙে দিয়েছে। সে কারণে আজ মরিচ গুঁড়া নিয়ে এসেছেন যেন কেউ আশপাশে আসতে না পারে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন
- ঢাবিতে মুখোমুখি আন্দোলনকারী-ছাত্রলীগ, সংঘর্ষের শঙ্কা
- চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২
- রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত
অপরদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী-পথচারীসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় একজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।
এনএইচ/ইএ/এএসএম