ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কার ইস্যু নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দেন শিক্ষার্থীরা। মোটরসাইকেল দুটি ছাত্রলীগের নেতাকর্মীদের বলে জানা গেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে মোটারসাইকেলে আগুন দিয়েছে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ ঘটনা ঘটে।

বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। ২০-২৫ মিনিটের মতো ভেতরে আটকা থাকেন তারা।

এদিকে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এনএস/এমআরএম/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।