বাধা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ শাবিপ্রবি শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৬ জুলাই ২০২৪

আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। আইডি কার্ড না থাকলে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে এ বাধা উপেক্ষা করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে, যারা আইডি নিয়ে এসেছেন তারা গোলচত্বরে এসে অবস্থান নেন।
বিজ্ঞাপন
দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বর্তমানে শিক্ষার্থীরা গোলচত্বরে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
নাঈম আহমদ শুভ/জেডএইচ/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।