শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চাঁনখারপুল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৬ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর চাঁনখারপুল মোড়। এ সময় পাশেই পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এমন দৃশ্য দেখা যায়। বিকেল পৌনে ৫টার দিকে সেখানে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয়পক্ষকে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। কিছুক্ষণ পরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
আরও পড়ুন
বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিক থেকে কয়েকটি গুলি করতেও দেখা যায়। এতে তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে তাদের কেউই কথা বলতে রাজি হননি।
এমএইচএ/ইএ/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।