ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টরিয়াল টিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৬ জুলাই ২০২৪
ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে প্রক্টরিয়াল টিম/ছবি জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে এসে তোপের মুখে পড়েছে প্রক্টরিয়াল টিম।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দিকে তেড়ে যান এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।

ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টরিয়াল টিম

কয়েকজন শিক্ষার্থীকে ‘আমার বোনকে আঘাত করলো, তখব তোরা কইছিলি?’ বলেও স্লোগান দিতে দেখা যায়। তোপের মুখে প্রক্টরিয়াল টিম সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।

বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পাশাপাশি বুয়েট, মেডিকেল ও আশপাশের কলেজগুলো থেকেও শিক্ষার্থীরা আসেন।

এমএইচএ/বিএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।