রাজশাহী বিশ্ববিদ্যালয়

লাঠি হাতে পাহারায় ছাত্রলীগ, তালা ভেঙে ক্যাম্পাসে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল হয়েছে।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল করেন। অপরদিকে তাদের বাধা দিতে লোহার রড, লাঠিসোঁটা ও পাইপ নিয়ে প্রতিটি হলের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীরা লাঠি নিয়ে সমবেত হতে থাকেন। পরে বিকেল পৌনে ৩টায় হলে থাকা শিক্ষার্থীরা মিছিল বের করেন। বিভিন্ন হল থেকে দলবেঁধে মিছিলে যোগ দেন তারা।

অপরদিকে তাদের বাধা দিতে রাবি শাখা ছাত্রলীগ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে। এছাড়া প্রতিটি হলের সামনে লাঠি ও অন্য সামগ্রী নিয়ে অবস্থান নেন তারা।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে যান শিক্ষার্থীরা। তারা সেখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন। এর আগে ছাত্রীদের হলের সামনে গিয়ে তাদের নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

jagonews24

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন।

রাজশাহী মহানগর পুলিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, প্রতিটি হল থেকেই ছাত্রছাত্রীরা বের হয়ে আসছেন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এসেছেন। সতর্ক অবস্থানে আছে পুলিশ।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।