রাবির বঙ্গবন্ধু হলে বাইকে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৬ জুলাই ২০২৪
রাবির বঙ্গবন্ধু হলের নিচতলায় ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারীদের একাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে বাইকে আগুন দিয়েছেন কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এসময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। ২০-২৫ মিনিটের মতো ভেতরে আটকা থাকেন তারা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের আসতে দেখা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের নিচতলায় আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।’

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।