রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ‘বাকি খাওয়ায়’ ডাইনিং বন্ধ
ছাত্রলীগ নেতাদের ‘বাকি ও ফাও’ খাওয়ায় অতিষ্ঠ হয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হলের ডাইনিং পরিচালক ডাইনিং বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলছেন- খাবার পরিবেশনে লস হওয়ায় ডাইনিং পরিচালক নিজেই এটি বন্ধ করেছেন। প্রায় এক মাস যাবত ডাইনিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এক হাজার ৬৬ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলতি বছরের ২৯ জানুয়ারি একাডেমিক ভবন-৩ এ ‘ক্যাফেটেরিয়া’ নামে ডাইনিং উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। এরপর চার মাসের বেশি সময় একটানা চললেও এক মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে এটি।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক সরকারের ফেসবুক ওয়ালে শুক্রবার (১২ জুলাই) পোস্ট করা একটি স্ট্যাটাসে ছাত্রলীগ নেতারা বড় অঙ্কের টাকা ‘বাকি ও ফাও’ খাওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডাইনিং বন্ধের বিষয়টি অভিযোগ করা হয়। পোস্টে বলা হয়- ‘এই লজ্জা কার? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিনসহ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে বড় অংকের টাকা বাকি খেয়ে ক্যান্টিন অফ করে দিয়েছে। যেখানে ছাত্রলীগের কাজ সাধারণ ছাত্রদের ভোগান্তি থেকে উদ্ধার করা। সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কিছু নেতাকর্মীদের এমন চাঁদাবাজিতে ক্যান্টিন অফ হয়ে যাওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছি।’
ফেসবুকের এ পোস্টের বিষয়ে জানতে ওমর ফারুক সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জাগো নিউজকে জানান, ‘ম্যানেজমেন্ট প্রথম ব্যাচের সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী ডাইনিং বন্ধের বিষয় নিয়ে ১ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেয়। পরে তাকে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান তুহিন ফোন করে আতঙ্কিত করেন। এর জেরে ১২ জুলাই রাত ১০টার দিকে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে আমি তার সঙ্গে বসে ছিলাম। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুলের ইন্ধনে আজিম নামের এক ছাত্রনেতা আমাকে মারধর করেন।’
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
ডাইনিংয়ের পরিচালক ইলিয়াস হোসাইন জাগো নিউজকে বলেন, ২২টি পদ নিয়ে এ বছরের ফেব্রুয়ারি মাসে ডাইনিং চালু করা হয়েছিল। গত কয়েক মাসে ২৫ থেকে ৩০ হাজার ছাত্র বাকি খেয়েছে। এসব ছাড়াও আরও কিছু কারণে উপাচার্যের সঙ্গে কথা বলে ডাইনিং বন্ধ করেছি।
অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, ডাইনিংয়ে আমার মাত্র এক হাজার ৩০০ টাকা বাকি। আর আমরা বাকি খেলেও সপ্তাহ শেষে তা দিয়ে দিই।
ছাত্রলীগ নেতাদের বাকির কারণে ডাইনিং বন্ধ হয়নি দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ডলফিন জাগো নিউজকে বলেন, যেসব ছাত্ররা বাকি খেয়েছিল, তারা সবাই নিজ নামে বাকি খেয়েছে। কাজেই এ দায় ছাত্রলীগের নয়।
ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি স্বীকার না করলেও আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম।
তিনি জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন না থাকায় জরুরিভাবে ডাইনিং পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার লাভ হচ্ছে না দাবি করে বন্ধ করে দিয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এম এ মালেক/এফএ/জিকেএস