ঢাবির ৩ হল শিক্ষার্থীদের দখলে, ১০ মোটরসাইকেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ শেষ হলেও থমথমে রয়েছে পুরো ক্যাম্পাস৷ বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল দখলে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা৷ অমর একুশে হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা৷

আরও পড়ুন

সোমবার (১৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে সরেজমিনে অমর একুশে হলের সামনে গিয়ে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা হলের সামনে ও ভেতরে অবস্থান করছেন৷ হলের সামনের সড়কে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ মোটরসাইকেল নিয়ে যারা প্রবেশ করছেন তাদের মোবাইল খুঁজে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে মারধর করা হচ্ছে এবং তাদের মোটরসাইকেল ভেঙে দেওয়া হচ্ছে৷

এছাড়া শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলের ভেতরে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন৷ সেখানেও ছাত্রলীগ নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷

আরও পড়ুন

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যরাতেও অবস্থান নিতে দেখা গেছে।

এনএস/এমকেআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।