শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে শেকৃবির লুৎফর রহমান হলের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে ফার্স্ট গেট হয়ে কলেজগেট এবং গণভবনের সংযুক্ত সড়ক প্রদক্ষিণ করেন। এসময় গণভবনের সংযুক্ত সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা ভেঙে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ চালাতে থাকেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই চাই’, ‘চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে পতাকা স্ট্যান্ডে সমবেত হয়ে বলেন, ঢাবি ও চবিতে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, শেকৃবির ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের ওপর কী রকম নৃশংসতা চালানো হয়েছে। শেকৃবিতেও এমন অপচেষ্টার ঘটনা ঘটতে পারে। এমন কোনো ঘটনার চেষ্টা করা হলে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই শেকৃবিতে বাস্তবায়ন করা হবে।

তাসনিম আহমেদ তানিম/বিএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।