কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে
প্রত্যয় স্কিম বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সর্বাত্মক কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন পরিষদের সদস্য সচিব মো. শাহজাহান।
সকাল ১১টা থেকে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘দুনিয়ার মজদুর-এক হও লড়াই করো’, ‘কেউ খাবে কেউ খাবে না-তা হবে না তা হবে না’, ‘এক দেশে দুই নীতি-চলতে দেওয়া হবে না’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত’, ‘লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই’, ‘প্রত্যয় স্কিম-বাতিল করো, করতে হবে’, ইত্যাদি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে মো. শাহজাহান বলেন, শনিবার শিক্ষকদের সঙ্গে সরকারের একটি বৈঠক হয়েছে। আমরা চেয়েছিলাম, কর্মকর্তা কর্মচারীদের যারা প্রতিনিধি আছে তাদেরকেও ডাকা হবে। কিন্তু আমাদের ডাকা হয় নি। তবে আমরা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি আমাদের ব্যপারে কোন কথা হয়েছে কী না। তারা আমাদের আশ্বস্ত করেছেন, পুরো প্রত্যয় স্কিম নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘কিন্তু যদি আমাদের (কর্মকর্তা-কর্মচারী) বিষয়ে ফলপ্রসূ কোন আলোচনা না হয়ে থাকে। আমাদেরকে বাদ দিয়ে কিছু করা হয় তাহলে তার পরিণতি ভালো হবে না। দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চলতে থাকবে।’
এমএইচএ/এসআইটি/জেআইএম