রেললাইন অবরোধ

আজও রাজশাহীতে বিভিন্ন রুটের ট্রেনের শিডিউল বিপর্যয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১২ জুলাই ২০২৪

কোটা সংস্কার ও আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

শুক্রবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করলে এমন শিডিউল বিপর্যয়ের কথা জানান রাজশাহী রেলওয়ে স্টেশনের জেনারেল ম্যানেজার আব্দুল করিম।

তিনি জানান, অবরোধের জন্য ঢালার চর ও টুঙ্গিপাড়া ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকে আছে। রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন আসতে পারছে না। রাত ১০টা পর্যন্ত আন্দোলন চললে বনলতা, সিল্কসিটি, বাংলাবান্ধা, সাগরদাঁড়ি ট্রেন রাজশাহীতে নির্দিষ্ট সময়ে আসতে পারবে না।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে এখন পর্যন্ত রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রাত ১০ পর্যন্ত অবরোধের কারণে ট্রেনের ব্যাপক শিডিউল বিপর্যয় ঘটবে।

সারাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে পাঁচ শতাংশ কোটার দাবিতে রেললাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজেরা শিক্ষাথীরা আন্দোলনে অংশ নেন।

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। সংসদে আইন পাসের মাধ্যমে তারা কোটার যৌক্তিক সংস্কার চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।