রেললাইন অবরোধ

কোটা সংস্কারের দাবিতে রাবির সঙ্গে একাট্টা রুয়েট-রামেক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে যৌথভাবে আন্দোলন করছেন রাবি, রুয়েট, রামেক ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

কোটাপদ্ধতি সংস্কার করে পাঁচ শতাংশ রাখার দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
রাত ১০টা পর্যন্ত রেললাইনে অবস্থান করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রাজশাহীতে রেললাইন অবরোধ/ ‘কোটা সংস্কার করে ৫৬ থেকে ৫ শতাংশে নিয়ে আসতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশফিয়া বলেন, ‘আমি একজন নারী হয়েও ১০ শতাংশ নারী কোটা এবং প্রাথমিকে ৬০ শতাংশ কোটা চাই না। একটা স্বাধীন দেশে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই যৌক্তিক না। কোটা সংস্কার করে ৫ শতাংশ করা হোক।’

শফিকুল নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি একটাই—৫৬ শতাংশ কোটা থেকে যৌক্তিক সংস্কার করে ৫ শতাংশে নিয়ে আসতে হবে। তা নাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

রাজশাহীতে রেললাইন অবরোধ/ ‘কোটা সংস্কার করে ৫৬ থেকে ৫ শতাংশে নিয়ে আসতে হবে’

তিনি বলেন, ‘আমাদের ভাইদের ওপর সরকারের নির্দেশে হামলা চালানো হয়েছে। ১৯৫২ সালের মতো শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এবার রক্তের ক্ষতকে মূল্য দেওয়ার পালা সরকারের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী রাজপথ ছাড়বে না।’

বিক্ষোভ সমাবেশে তিন প্রতিষ্ঠানের অন্তত দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত আছেন।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।